শনিবার ফেসবুক লাইভে মঞ্চনাটক ‘অর্ধনারীশ্বর’

২৯ জুন, ২০২০ ১৭:২৩  
গান, কনসার্ট ও আবৃত্তির পর এবার ফেসবুক লাইভে আছে মঞ্চ নাটক। আগামী শনিবার (৪ জুলাই) ‘অর্ধনারীশ্বর’-এর প্রদর্শনী হবে Ardhyanareeshwar এরে ফেসবুক ইভেন্ট পেজ থেকে। মঞ্চনাটকের মূল গল্পের বিষয়বস্তু নারী। নারী সবার আগে একজন মানুষ। কিন্তু তারপরও সামাজিকভাবে নারী হিসেবে তাকে নিয়তই বিভিন্ন ঘটনার শিকার হতে হয়। এটাই উপজীব্য এটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নাট্যকার শামসুল আলম বকুল। একক এ মঞ্চনাটকটিতে অভিনয় করেছেন তাহমিদা মুস্তাফা। নাটকটিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কলাকুশলীরা যুক্ত হয়েছেন। এর মধ্যে আমেরিকার কলোরাডো থেকে তাহমিদা মুস্তাফা অভিনয় করেছেন। সৌদি আরব থেকে সাইফুল ইসলাম প্রযুক্তির বিষয়টি দেখছেন। নিউ ইয়র্কের নগর স্টুডিওতে অডিও ও গ্রাফিক্স বাংলাদেশ থেকে করা হচ্ছে। এছাড়া নিউ ইয়র্কে বসবাস করা মিথুন আহমেদ এটি রচনা করেছেন। নাটকটি ২০১৭ সালে আমেরিকায় মঞ্চায়িত হয়েছিল। গত ২৭ ও ২৮ জুন ফেসবুক লাইভে প্রদর্শিত হয় ‘অর্ধনারীশ্বর’।